
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
আশুগঞ্জ বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের ৫জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গত ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আশুগঞ্জ শরীয়তনগরের আলাই মোল্লার বহুতল ভবনের নীচ তলায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানাতে রোববার ২টার নিহতদের নিজ বাড়ি উপজেলার শরিফপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে উপস্তিত হোন আশুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান বাবুল ও সদস্য সচিব মো. হুমায়ূন কবিরের নেতিৃত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল।
উপজেলা সেচ্ছাসেবক দলের এই প্রতিনিধি দলটি অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।এই অগ্নিকান্ডের ঘটনাটি সুষ্ঠুতদন্ত করে যদি কারো কোন গাফলতি থাকে তাদের বিরেুাদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কতৃপক্ষের নিকট দাবী জানান।