
মোঃ রফিকুল হাসান সোহাগ -মুক্তিরকণ্ঠ,
ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, ‘তিতাস একটি নদীর নাম’ কালজয়ী উপন্যাসের লেখক, অমর কথাশিল্পী ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অদ্বৈত গ্রন্থমেলা ২০২৩। অদ্বৈত মল্লবর্মণ এর জন্মভূমি গোকর্ণ ঘাটে,অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের তত্বাধানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় থাকছে বই বিক্রয় ও প্রদর্শনী, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কতৃক আয়োজিত ২০-২২ ফেব্রুয়ারী ২০২৩ তিন ব্যাপী অদ্বৈত গ্রন্থ মেলা জমজমাট অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী । বিশেষ অতিথি জেলা প্রশাসক
মোঃ শাহগীর আলম,পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, বিশিষ্ট কবি ও ইতিহাস গবেষক মো: জয়দুল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা,।মোঃ আঃ কুদদূস।
তিতাস তীরের এই সূর্যসন্তানকে ইতিহাসের পাতায় এবং বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষের উক্ত মহতি উদ্যোগকে জেলাবাসি প্রাণ ভরে স্বাগত জানিয়েছে। এতেকরে বর্তমান প্রজন্ম জানতে পারবে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নারীপুতা সরস ইতিহাস।