
।। অন্তর্জ্বালা।।
সৈয়দ শাহ্উদ্দীন মকবুল। মুক্তির কণ্ঠ
এই পৃথিবীতে কতজনা,
অন্তর্জ্বালায় পুড়ে হয় ছাই।
অভিমানে ও রাগে জ্বলে পুড়ে হয় ক্ষত,
সহোদর কতো ভাই!
ঈর্ষার কারণে, চিরতরে ভাই হারায় ভাইকে,
তেমনি করে, বোন হারায় বোনকে।
ক্রোধের আগুন যখন পরিবারের বাইরে যায়,
সে বিভেদের প্রভাব তখন সমাজে ছড়ায়।
অধিকার নিয়ে যদি কেউ হয় সোচ্চার,
দ্বন্দ্ব এখান থেকেই শুরু, হারাতে হয় অধিকার।
আপনজন পর হয়ে যায় স্বার্থের কোন দ্বন্দ্বে,
সে বিদ্বেষ ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি রন্দ্রে।
আগুনে পানি ঢেলে দিলে যদিও নিভে যায়,
হিংসার আগুনে পানি দিলে, দ্বিগুন বাড়ে হায়!
ফুটন্ত পানি যেমন আগুনে করে টগবগ,
সম্পর্ক ছিন্ন হয়, পড়ে থাকে শুধুই আবেগ।
ভালোবাসলে জীবন হয় কতোটাই আকর্ষিক!
দ্বিধা বিভক্তিতে সব কিছুই হয়ে পড়ে সাংঘর্ষিক।
এই দ্বন্দ্ব পৃথিবীতে টিকে থাকবে যতোদিন,
ভুল বোঝাবুঝি ঘুচবে না আর ততোদিন।
সুপথে ফিরো স্বজনেরা, গড়ো সুন্দর ভুবন,
শান্তির পথ খোঁজো, দুঃখের কারণ করো না সৃজন।
সবাইকে ছাড়তে হবে এই সুন্দর ভূবন,
সময় থাকতে সত্য ও সঠিক পথ করো অনুস্মরণ।
এই চরম দুর্দশা থেকে প্রয়োজন পরিত্রান,
এই নির্মমতা থেকে আগেই হও সবাই সাবধান।।