
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ফুটপাতে পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এইজন্য ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ জুন ) সকাল থেকে দুপুর পযর্ন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু’র নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়কের দু’পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ফুটপাতে অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করে দেয়া হয়।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, হাইওয়ে রাস্তার পাশে ফুটপাতে কোন দোকান বসতে দেয়া হবেনা। যানজট নিরসন করতে তিনি কাজ করে যাবেন।বিশ্বরোড মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে, ঈদে মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যাতে বাড়ি যেতে পারে এ জন্য এসব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি, ঈদকে সামনে রেখে মহাসড়ক স্বাভাবিক থাকবে। মহাসড়কের প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে মহাসড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সাধারণ মানুষ খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) সুখেন্দু বসু কে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন ভবিষ্যতে এখানে পুনরায় কোন অবৈধ স্থাপনা করতে দিবে না পুলিশ।
সরাইল প্রতিনিধি