
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই লিখেছেন তার “সোনার তরী” কাব্যগ্রন্থে।
মানুষ মায়ার বাঁধন ছিঁড়তে চায় না। প্রিয়জনকে ছেড়েও থাকতে চায় না। তবুও মায়ার বাঁধন ছিন্ন করে বিদায় দিতে হয়। যেমনি করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর
স্যারকে অবসরজনিত কারণে বিদায় দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সামছুল হক এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. মুখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিকচ্ছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, তিয়রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত উল্লাহ কবির, আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাহাদ শাহ, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুস সালাম, বছিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক রজব আলী, মর্জিনা বেগম, ইউপি সদস্য ফারুক মিয়া, দলিল লেখক হাজী ইকবাল মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুজ্জামান উজ্জ্বল, সাবেক ইউপি সদস্য কবির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাদের নয়ন ছিলো অশ্রুসিক্ত, হৃদয় ছিলো আবেগ আপ্লুত।