
// মোঃ রফিকুল হাসান সোহাগ //
আই.ইউ.ইসলামিক ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষার মান উন্নয়ন শীর্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৮ মে (বৃহঃপতিবার) সকালে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুফতি বায়েজিদ আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইসিধা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সফর উদ্দিন, শিক্ষক দেওয়ান আব্দুল হান্নান, মাওলানা সৈয়দ আনসারুল ইসলাম, হাফেজ মাওলানা আইয়ুব আলী, মাস্টার মোঃ কামাল উদ্দিন, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ সকলে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন।
পরিশেষে দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।