
জহির শিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ফিতা কেটে উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহি অফিসার অংগ্যজাই মারমা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ নেয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ, কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সফিক আহমেদ প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ২৪টি স্টল বসে।
এ সব ষ্টল অতিথিরা ঘুরে ঘুরে দেখেন এবং তার সুফল সম্পর্কে জানেন।
বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সপ্তাপ্তি ঘটে।