
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা জানু মিয়ার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। সড়কটির দৈর্ঘ্য ৫০০ ফুট, প্রস্থ ৬ ফুট।
শুক্রবার ঐ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সড়কটি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। সড়ক উদ্বোধন শেষে দোয়া ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব, বীর মুক্তিযোদ্ধা সাদেক উল্লাহ, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু প্রমুখ।
আইনমন্ত্রী আনিসুল হকের অর্থায়নে সড়কটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ। এতে সড়ক সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো।
জানা গেছে, হীরাপুর মধ্যপাড়ার জনগণের চলাচলের সুবিধার্থে বীর মুক্তিযোদ্ধা জানু মিয়ার নিজস্ব জমি থেকে ৬ ফুট প্রস্থে প্রায় ৩০০ ফুট জায়গা সড়কের জন্য দেওয়া হয়। বাকিটুকু সুবিধাভোগীদের জমি থেকে দেওয়া হয়েছে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজনকে দীর্ঘদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। আইনমন্ত্রীর অর্থায়নে সড়কটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হলো। এ জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।