
জহির শিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাগেজ পার্টির বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করেছেন স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকি দিয়ে এসব কাপড় ভারত থেকে দেশে আনা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশী পাসপোর্টধারী ৪ নাগরিকের কাছ থেকে ওই সব কাপড় জব্দ করা হয়। পাসপোর্টধারী ৪ বাংলাদেশী নাগরিকরা হলেন, চট্টগ্রামের সাদ্দাম হোসেন,শওকত ওসমান, খোরশেদুল আলম ও মোহাম্মদ ইমতিয়াজ।
এসময় তাদের বহন করা ১২টি ব্যাগেজ থেকে বিভিন্ন মডেলের ১ হাজার ৪৭০ পিস কাপড় জব্দ করা হয়। ওই সব কাপড়ের মধ্যে রয়েছে, থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট, উরনা, জিন্স প্যান্ট, শাড়ী, শার্ট, ব্লাউজ, পায়জামা, প্লাজু, ওয়ান পিস। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।
আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, পণ্যগুলি নিয়ম বহির্ভূত হওয়ায় সেগুলো ডি এম করা হয়। নিয়ম অনুযায়ী ৪-৫ দিনের একটা সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে পাসপোর্টধারীরা চাইলে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালামাল গুলি নিয়ে যেতে পারবেন। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি এই পণ্যগুলো থেকে সাড়ে ৩ লক্ষ্য টাকা রাজস্ব আদায় করতে পারব। এ সময়ের মধ্যে পণ্য গুলো না নিলে আমরা স্থায়ীভাবে জব্দ করে গোডাউনে পাঠিয়ে দিবো।