
মুক্তির কণ্ঠ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা
যদি আমাকে নৌকা মার্কা নমিনেশন দেন তাহলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে নাসির নগর আওয়ামিলীগের যে অবমূল্যায়ন করা হচ্ছে, তা আর হবে না এবং আপনাদেরকে সম্মানসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আমি রাজনীতিতে এসেছি আপনাদেরকে দিতে আপনাদের কাছ থেকে নিতে নয়। আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। উপরের উল্লেখিত কথাগুলো বলছিলেন বাংলাদেশ কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া।
বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর উপজেলা’র সদর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টায় নাসিরনগর খেলার মাঠের পূর্ব পাশে বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর সদর ইউনিয়ন শাখার আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই জাতীয় ও দলিয় পতাকা উত্তলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়
সদর ইউনিয়ন আহবায়ক মো. মধু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. পারভেজ মোশাররফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া।
উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ও স্বাগতবক্তব্য রাখেন , নাসিরনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. অলি মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোছা: রোমা আক্তার, জেলা কৃষকলীগের সদস্য এম এ কাশেম, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মো. কিরন মিয়া, জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য গৌর দাস ভৌমিক, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাসিরনগর উপজেলা কৃষকলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা নিজাম উদ্দিন খা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা জালাল শাহ ও গীতা পাঠ করেন বিকাশ দেব।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জুড়ি বোর্ড বসে সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। পরে প্রধান অতিথি আলহাজ্ব মো. নাজির মিয়া জুড়ি বোর্ডে নির্বাচিত, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. গোলাম হোসেন সম্পাদক পদে মো. ইলিয়াস মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মোকলেছুর রহমানের নাম ঘোষণা করেন।