
জহির শিকদার, মুক্তির কণ্ঠ:
আগামী ১০ মে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের আগেই উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি পূনর্গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয় বর্ধিত সভায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে জেলা আওয়ামীলীগ গঠিত সাংগঠনিক টিম লিডার তাজ মো. ইয়াছিন।
বর্ধিত সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, মো. হানিফ মুন্সী (উপজেলা চেয়ারম্যান) ও খুরশিদ আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বর্ধিত সভাটি মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু, একই দিনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া ও যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ পৃথকভাবে বর্ধিত সভা আহবান করলে এ নিয়ে বিরোধ দেখা দেয়। ফলে এ বিরোধ নিরসনের লক্ষ্যে সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম লিডার ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মো. ইয়াছিনের মধ্যস্থতায় উভয় পক্ষের সভা বাতিল করে জেলা সদরে বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের লিডার তাজ মো. ইয়াছিন বলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিরোধের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে উভয় পক্ষের ডাকা সভা বাতিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর উপস্থিতিতে আগামী ১০ মে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলা সকল ইউনিয়নের কমিটি পূনর্গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।