
এই রাত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এক মহিমান্বিত রজনি। এদিনই কবরবাসী হয়ে যাওয়া পরিজনদের জান্নাত কামনায় মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া প্রার্থনার দিন।
এই রাতই হল ক্ষমার রাত। লায়লাতুল বরাতের রাতে যত কাজ হয়ে যাওয়া নামাজ পড়ে নেওয়ার সুযোগ পাবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
উল্লেখ্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লেবানন, ইরান, আজারবাইজান, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরঘিজস্তান-এ মধ্য শাবান উদযাপিত হয়।
তবে সালাফি আরবগণ এই দিনটি পালন করে না, তাদের মতে এইরাতে বিশেষ কোনও ইবাদতের নির্দেশ নেই। তবে আমাদের দেশে ইবাদাত বন্দেগী সহব্যা পক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পারেন করে থেকে //