
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর ) দুপুরে সরাইল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের টাকা চিন্তায় করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইকারী চক্রের সদস্য মো. আবুল কালাম (৫২) মাদারিপুর জেলার শিবচর থানার পূর্ব কাকৈরগ্রামের মো. আরশেদ মাতাব্ব’র ছেলে।
ভুক্তভোগী গ্রাহক ও পুলিশ জানাই, সরাইল সোনালী
ব্যাংক শাখা থেকে উপজেলার শাহবাজপুর এলাকার মোছাঃ সাহেদা বেগম (৪৬), নামে এক মহিলা এক লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে চলে যাওয়ার সময় এক ছিনতাইকারী টাকা নিয়ে দৌড় দেয়।
এসময় সাথে সাথে মহিলার ছেলে বায়েজিদ মিয়া ও ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের সহায়তায় সরাইল থানা পুলিশ উপ পরিদর্শক মো. বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারী চক্রের সদস্য মো. আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এই বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারী আবুল কালামের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) মামলা রুজু করা হয়েছে।
তার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা , কিশোরগঞ্জের কুলিয়ার চর , ময়মনসিংহ এর ফুলবাড়ীয়া থানায় একাধিক ছিনতাই এর মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।