
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা পরিযদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর’র কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব নাথ , সরাইল মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহবুব খান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি শফিকুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সরাইল প্রতিনিধি।