
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া -২ এর সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা আবারও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ মে) সভাপতি নির্বাচনের জন্য কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করেন সভার সভাপতি সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
এসময় আট ভোটের মাঝে মো. অহিদুজ্জামান লস্কর অপু পেয়েছেন ০১ ভোট এডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ০৭ ভোট। আজকের কমিটির সভাপতি সংখ্যা গরিষ্ঠ ভোট প্রাপ্তির ভিত্তিতে এড. জিয়াউল হক মৃধাকে পরবর্তী ২ বছরের জন্য সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন।
জিয়াউল হক মৃধা ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, কলামিস্ট।
জিয়াউল মৃধা সভাপতি নির্বাচিত হওয়ায় সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনীতি সংঘটন গুলো তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।