
জহির সিকদার, মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ উপলক্ষে বৃহস্পতিবার দূপুরে
আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে বাইসাইকেল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, বিদায়ী সহকারী কমিশনার ভুমি মো: আশরাফুল হক, নবাগত সহকারী কমিশনার ভুমি কাজী তাহমিনা সারমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুপুর সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:
আব্দুল মাবুদ,উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলার ৮টি ইউনিয়নের ৩২জন গ্রাম পুলিশের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মো: শাহগীর আলম শিশু জন্ম নেয়ার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে গ্রাম পুলিশদের যথাযত ভুমিকা পালন করার জন্য তাগিদ দেন।
এদিকে জেলা প্রশাসক মো: শাহগীর আলম সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভুমি অফিস, আশুগঞ্জ থানা, আড়াইসিধা ইউনিয়ন ভুমি অফিস,তালশহর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও ২টি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, গ্রাম পর্যায়ে জন্ম ও মৃত্যু হার নিবন্ধনের সংখ্যা বাড়ানোর লক্ষে তাদেরকে তাগিদ দেন।