
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুসে ঈদেমিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা চত্বরে আশুগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামায়াতের ঊদ্যোগে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত জশনে জুলুসে মিলাদুন্নবীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
আশুগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি ও চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজি মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, মো. মোবারক হোসেন, আশিক সিকদার, উপাধ্যক্ষ মাওলানা মো. নূরুল ইসলাম, মাওলানা মো. আনিসুর রহমান আলক্বাদরী, মাওলানা আল-আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোজাম্মেল হক জালালী, শফিকুল ইসলাম খোকা, মাওলানা মোখতার হোসাইন, রেদয়ান হোসাইন সহ উপজেলার বিভিন্ন আলেম উলামা গন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত জশনে জুলুস উৎযাপন উপলক্ষে সকাল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ধর্মপ্রাণ মুসলমানেরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সমাবেত হতে থাকে। পরে জমায়েত সকল মুসল্লী ও আলেম ওলামাগণ একত্রে শোভাযাত্রা মিছিল বের করে আনন্দ উৎসবের সহিত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসে পুনরায় জমায়েত হয়ে দরুদ মিলাদে মিলিত হন। এতে প্রায় কয়েক হাজার লোক অংশ গ্রহণ করে।
দেশ ও জাতির কল্যানে মোনাজাত, মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত আশুগঞ্জ ও সিরাজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।