
জহির শিকদার, মুক্তির কণ্ঠ
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নয়ন কুমার সাহা ।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ যুব উন্নয়ন থেকে যুব প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মো. রফিকুল ইসলাম মিজি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে ১৪ জন যুবক ও যুব মহিলার মাঝে ৭,৯০,০০০(সাত লাখ নব্বই হাজার) টাকা যুব ঋন, প্রশিক্ষন সনদ পত্র এবং গাছের চারা বিতরন করা হয়।