
জহির সিকদার, মুক্তির কণ্ঠ ডেস্কঃ
শিল্প ও বন্দরনগরী আশুগঞ্জে প্রিন্স প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে প্রিন্স ক্লাবের আয়োজনে স্থানীয় আশুগঞ্জ সাইলোর বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার।
চরচারতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মানিক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান জুয়েল।
খেলায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো. জজ মিয়া, মো.জলিল মিয়া, বাবুল সিকদার,আশিক সিকদার, কালাম সিকদার, ইসমাঈল মিয়া, সামসু মিয়া, হোসেন সরকার রুপন, মো. শামীম, ইকবাল ছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বি, যুবকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটার কারণে আনন্দময় ও উচ্ছসিিত হয়ে ওঠেছিল ফাইনাল ম্যাচটি।
উল্লেখ্য যে, খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত আমান একাদশ কিংস ও জনি একাদশ কিংস ফাইনালে পৌঁছে যায়।
ফাইনাল খেলায় আমান একাদশ কিংস জনি একাদশ কিংসকে ২-১ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের সাম্মী। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বচিত হন বিজয়ী দলের ক্যাপ্টেন আমান। সেরা ডিফেন্ডার নির্বচিত হন আপেল।
সম্পূর্ণ টূর্ণামেন্ট পরিচালনা করেন মো. সাদ্দাম হোসেন।
ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মো. নাজির হোসেন ও সহকারী হিসেবে ছিলেন সাগার সিকদার ও সাম্মী। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাদ্দাম।