
জহির সিকদার, মুক্তির কণ্ঠ:
আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় সোহরাব মেডিকেল সেন্টারের আয়োজনে সোহরাব মেডিকেল ভবনে আয়োজিত উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সোহরাব মেডিকেল সেন্টারের সার্বিক তত্বাবধায়ক ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ সোহরাব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, বাবুল সিকদার, হাবিবুর রহমান ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধীক ব্যাক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
পাশাপাশি রোগীদেরকে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আকরাম সিকদার।