
জহির শিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মরহুম মাজেদা-আতাউর রহমান কল্যান ট্রাষ্টের উদ্যোগে গরীব, দু:স্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে মরহুম মাজেদা-আতাউর রহমান কল্যান ট্রাষ্টের উদ্যোগে এবং আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে স্থানীয় চরচারতলা তিতাস গ্যাস ফিল্ডের বিক্রয় ও বিতরন বিভাগের অফিস কলোনী মাঠে আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
মাজেদা-আতাউর রহমান কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশিষ্ট দানবীয় চিকিৎসক ডা: মো: ফায়জুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: মো: আবু ছায়েদ।
বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক হুমায়ুন কবির, মোবারক হোসেন, মো: মজিবর রহমান, আতাউর রহমান কবির সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে কনসালটেন্ট ডাক্তার, গাইনী ডাক্তার, ডেন্টিষ্ট,মেডিসিন, চক্ষু, হৃদরোগ, সার্জারী, নিউরোলজি ছাড়াও বিশেষজ্ঞ প্রায় ৫০ জন ডাক্তার অংশগ্রহণ করেন।
তারা প্রত্যেক জনই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ২৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীরা বিনামূল্যে ফাউন্ডেশন থেকে ঔষধ গ্রহণ করেন।
এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা: মো: ফাইজুর রহমান ফয়েজ বলেন, উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্পটি সুদীর্ঘ ৯ বছর পেরিয়ে ১০ম বর্ষ অতিক্রম করল। প্রাথমিকধাপে রোগীর সংখ্যা কম হলেও উক্ত ক্যাম্পে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং রোগীরা তাদের চিকিৎসা সেবা ভালভাবে নিতে পারছে বলে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি। ভবিষ্যতে উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি আরো বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। আমি আশা করি সকলের সহযোগিতা পেলে তাতে আমি সফল হবো।
আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০০ নারী পুরুষ বিনামূল্যে তাদের চিকিৎসা ও ঔষধ পেয়ে আনন্দে আত্বহারা হয়ে পড়েন এবং বিনামূল্যে ঔষধ নিয়ে খুশিতে তাদের প্রাণ ভরে যায়।
তাছাড়া উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে রত্তের গ্রুপ, ব্লাড প্রেসার,ডায়াবেটিস ও রোগীদের ওজন মাপা হয়।
ঔষধ বিতরনে অংশ গ্রহণ করেন ফাউন্ডেশনের কর্মকর্তা -কর্মচারী,আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীবৃন্দ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।