
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাই টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আশুগঞ্জ প্রেসক্লাবে শনিবার সন্ধ্যাায় মাই টিভির দর্শক ফোরামের আয়োজনে কেক কাটা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন, সহ-সভাপতি মো. আবু আবদুল্লাহ, সাবেক সম্পাদক হুমায়ুন কবির, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাংবাদিক জহির সিকদার, সাংবাদিক এহসানুল হক রিপন, সাংবাদিক হাবিব, সাংবাদিক আনোয়ার হোসেন সাংবাদিক আলামিন, সাংবাদিক ফকির হাকিম ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়াও মাই টিভির দর্শক ফোরামের সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাই টিভির আশুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নিতাই চন্দ্র ভৌমিক।
অনুষ্ঠান শেষে শিশু সদস্য দ্বারা কেক কেটে প্রতিষ্ঠা পালন করা হয় এবং সবশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।