
জহির শিকদার, মুক্তির কণ্ঠ:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’র উদ্বোধন এবং শিশু-কিশোর প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী
উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বিাস বাপ্পীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, আড়াইসীধা ইউপি চেয়ারম্যান আবু সায়েম ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হবে।
মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা এবং দিবসটি উপলক্ষে শিশু-কিশোর প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।