
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
আশুগঞ্জ উপজেলা কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি, আশুগঞ্জ প্রেসক্লাব, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এসময় হাজারো মানুষের উপস্থিতিতে স্মৃতি সৌধো এলাকা মুখরীত হয়ে উঠে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়,আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজি মোঃ শফিউল্লাহ, যুগ্ন-আহবায়ক আবু নাসের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।