
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
বন্দর ও শিল্পনগরী আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্বারাও উপস্থিত ছিলেন।
সভায় যুব ঋণ বিতরন, যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন,বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অনুদান প্রদান শেষে উপস্থিত বীরমুক্তিযোদ্বাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি।
আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অপরদিকে আশুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) সাবেক এম পি এডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট কামরজ্জামান আনসারী, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্টের সচিব শাহজাহান আলম সাজুও এডভোকেট সৈয়দ তানভীর হোসেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান, আড়াইসিধা ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তারুয়া ইউপি চেয়ারম্যান বাদল সাদির, তালশহর ইউপি চেয়ারম্যান সোলাইমান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া ও চরচারতলা ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্বরে উপস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন চরচারতলা ইসলামিয়া (আলিম) আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা।
সবশেষে আমন্ত্রিত সকলের মাঝে কাঙ্গালিভোজ হিসেবে রান্না করা খিচুরী বিতরণ করা হয়।