
জহির সিকদার, মুক্তির কণ্ঠঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বর্ণালংকার চুরি করার চেষ্টার অপরাধে সংঘবদ্ব তিন নারী চোরকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার কামাল মিয়ার স্ত্রী শিফা (৩৫), আজিব আলীর স্ত্রী জাহেদা (৫০) ও ফেরদৌস মিয়ার মেয়ে ফাতেমা (২২)। তাদের আশুগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশকিছুদিন যাবত এই সংঘবদ্ব নারী চোর চক্রটি আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারের সামনে এই তিনজনসহ আরো বেশ কয়েকজন চিকিৎসক দেখানোর নামে লাইনে দাড়ায়। এসময় টিকেটের জন্য লাইনে দাড়ানো নারীদের তারা ঘেরাও করে এবং কৌশলে তাদের স্বর্ণালংকার চুরি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে তারা আবারো হাসপাতালে এসে নারীদের কাছ থেকে স্বর্ণালংকার চুরি করার চেষ্টা করছিল। পরে তা সিসি ক্যামেরা ও আগত রোগীদের মাধ্যমে তা ধরা পড়ে। পরে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক আটককৃত নারীদের চুরি করার চেষ্টা অপরাধে তাদের প্রত্যেককে দুই মাস করে বিশাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।