
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় আড়াই লাখ টাকার মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট ও ৪০টি অবৈধ রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বন্দর এলাকা থেকে সারকারখানা পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করে উপজেলা মৎস্য অফিস।
আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান ও আশুগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান জানান, মৎস্য অফিসের নিয়মিত অভিযানে মেঘনা নদীতে মাছ ধরার সময় ৫ হাজার মিটার কারেন্ট ও ৪০ টি রিং জাল উদ্ধার করা হয়- যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে। পরে ভ্রাম্যমান আদালতের জনসম্মুখে জব্দকৃত জালগুলি পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে। তিনি বলেন, কারেন্ট জাল মৎস্য সম্পদ সমৃদ্ধিতে মারাত্মক অন্তরায়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।