
মুক্তির কণ্ঠ.
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬মার্চ রোববার বিকাল সাড়ে ৪টায় আশুগঞ্জ উপজেলার তালশহরের বাজারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মো. আলমগীর খাঁ।
এসময় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।