জহির সিকদার, মুক্তির কণ্ঠ
আজ (২৩ জুলাই) আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা কিন্তু স্থান জানেনা কেউ,রহস্য কি?এমন প্রশ্ন ভোটার,এলাকাবাীর মনে। এমনকি মিডিয়া কর্মীরা ও জানেনা কোথায় সম্মেলন হচ্ছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক ও আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলনের উদ্বোদক জিল্লুর রহমান জানান,আমি আমন্ত্রিত অতিথি। আমাকে সম্মেলনের উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছে কিন্তু সম্মেলন কোথায় হবে তা আমি জানিনা। যেখানে উদ্বোধক নিজেই জানেনা যে সম্মেলন কোথায় হবে, সে ক্ষেত্রে ভেটাররা জানে কিনা তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সম্মেলনের স্থান কোথায় জানার জন্য মুঠোফোনে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব কে কল করলেও সে রিসিভ করেননী।
এ বিষয়ে লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল আহমেদ জানান, এখন বেলা সাড়ে ১২ টা বাজে। সম্মেলন কোথায় হবে এখনও পর্যন্ত জানতে পারিনী। আমরা কোথায় যাব, কোথায় হবে তা জানার অপেক্ষায় আছি।