
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আশুগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার দুপুরে প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রফিকুল ইসলাম মিজি এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন ও জমা, ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ অক্টোবর প্রত্যাহার, ১৩ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ অক্টোবর বিকাল ২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য সিনিয়র সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা ও ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার নির্বাচনের আচরণবিধির উপর বক্তৃতা করেন।
এসময় প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।