
মোঃ রফিকুল হাসান সোহাগ (বার্তা সম্পাদক), ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (রবিবার), সন্ধ্যায় স্থানীয় ট্যাংকের পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আমির হোসেন ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ- সভাপতি প্রফেসার মোশাররফ হোসেন ভুইয়া, সহ সভাপতি শাহআলম বক্স, সহ-সভাপতি সাংবাদিক শেখ মোঃ নাদিম, সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক রফিকুল হাসান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সাদী সোমন, অর্থ সম্পাদক- মোঃ রবিউল ইসলাম মানিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মুর্শিদা আক্তার পপি ও এটিএম নিছার ভুইয়।
সভায় ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ক্লাবের কমিটি হস্তান্তর এবং ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।
আপনারা জানেন, ইউনেস্কো ক্লাব শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে সারা বিশ্বে কাজ করে থাকে। একটি একটি আন্তর্জাতিক সংগঠন। ইউনেস্কো র মাধ্যমে ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনকে বিশ্বের দরবারে স্বীকৃতি দেওয়া হয়, শীতল পাটি, ইলিশ মাছ, সহ আরো বাংলাদেশের বহু আশ্চার্য জনক জিনিস ইউনেস্কোর মাধ্যমেআন্তর্জাতিক দরবারে স্বীকৃতি দিয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়াতে ইউনেস্কোর মূল কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় নব গঠিত কমিটি সে বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাবে। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আমরা গ্রহণযোগ্য একটি কার্যক্রমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াতে ইউনেস্কো ক্লাবের অভিষেক ঘটাতে চাই বলে বক্তগণ অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ১লা জানুয়ারি ২০২৩ ইউনেস্কো ক্লাব বাংলাদেশের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, আমির হোসেন ফারুক কে সভাপতি এবং শেখ মোঃ জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ১ বছরের জন্য অনুমোদন করেন।
।