
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সদস্য ফরহাদ হোসেনের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার বিকাল ৬ টায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পরিষদের সকল সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন ইউ,পি সদস্য শাহ মো, সোহেল, সুমন রেজা, জামাল খান ও আ, মালেক প্রমুখ। সভাপতির বক্তব্যে খায়রুল হুদা চৌধুরী বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এক দল সন্ত্রাসী ৩ বারের ইউ,পি সদস্য ফরহাদ হোসেনের উপর নৃশংস হামলা করেন। ভবিষ্যতে আর কোন জনপ্রতিনিধির উপর হামলা করার সাহস করতে যেন না পারে সেই লক্ষে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। মানববন্ধন থেকে এই ঘটনার সাথে জড়িতদের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তাগণ। পারিবারিকসুত্রে জানাগেছে শাহবাজপুর হতে বুধবার রাতে বাড়ি ফেরার সময় উত্তর ধীতপুর এলাকায় দুর্বৃত্তদের পরিকল্পিত হামলায় মাথা,হাত, পা সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আহত অবস্থায় ফরহাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের ভাই আলমাস হোসেন জানিয়েছেন হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।