সৈয়দ শামীম, গোয়াইনঘাট (সিলেট) থেকেঃ
ঈদে পর্যটক নেই সিলেটে’র জাফলংয়ে, বন্যার পর সিলেটের জাফলং’র ০ পয়েন্টের সৌন্দর্য বেড়েছে, কিন্তু নেই পর্যটকের আনাগোনা।
প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখর থাকে সিলেটের সব পর্যটনকেন্দ্র। কিন্তু এবার তা হয়নি। বন্যায় এখনো ডুবে আছে সিলেট, এমন ভুল বার্তায় সেখানকার পর্যটনে ধস নেমেছে। একই কারণে তেমন পর্যটক পায়নি সাদা পাথর, বিছানা কান্দি এসব এলাকা। এ ছাড়া তীব্র গরমের কারণে পর্যটক খুবই কম মনে হচ্ছে জাফলংয়ে।
সিলেটে সৌন্দর্য বাড়লেও পর্যটনে হোঁচট
বন্যা বিদায় নিয়েছে সিলেট থেকে। বন্যাকবলিত উপজেলাগুলোর যেসব নিম্নাঞ্চলে এখনো পানি আটকে আছে, সেগুলোও প্রতিদিন কমছে। বন্যার তাণ্ডব শেষে পর্যটনকেন্দ্রগুলোর সৌন্দর্য আরো বেড়েছে। কিন্তু ভরা মৌসুমেও খাঁ খাঁ করছে হোটেল-মোটেলগুলো। তাদের বুকিং খাতার হিসাবে এবার ৫ শতাংশ পর্যটকও সিলেটে’র জাফলংয়ে আসেনি।
গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংগলগ্ন এলাকায় 0পয়েন্টে গিয়ে দেখা যায়, অল্পসংখ্যক দর্শনার্থী ঘুরাফেরা করছে। চরম হতাশা ভর করেছে নৌকার মাঝি, আলোকচিত্রী থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে।
নৌকার মাঝি আবুল হোসেন বলেন,গত ঈদের ছুটির দিন প্রতিদিন ১০ থেকে ১৫টি ট্রিপ দিয়েছি। এ বছর তিনটি ট্রিপও পাওয়া যাচ্ছে না। বন্যায় বাড়িঘরের অনেক ক্ষতি হয়েছে। ভেবেছিলাম ঈদের সময় আয় করে বাড়িঘর মেরামত করব। পর্যটক কম আসায় তা-ও হচ্ছে না।
শুধু সাদা পাথর নয়, দেশের একমাত্র জলাবন রাতারগুল, বিছানাকান্দি, প্রকৃতিকন্যা জাফলং, পাংতুমাই, মায়াবী ঝর্ণা থেকে শুরু করে সিলেটের চা বাগানগুলোতেও নেই পর্যটকদের আনাগোনা। এসব স্থানে অল্পসংখ্যক যেসব দর্শনার্থী ঘুরতে এসেছে তাদের ৮০ শতাংশই স্থানীয়।
পর্যটক কমার কারণ জানতে চাইলে, স্থানীয়রা বলেন বন্যা চলে গেছে। কিন্তু বাইরের জেলার অনেকের ধারণা সিলেট এখনো ডুবে আছে। বন্যা, রাস্তাঘাট ভাঙা, সিলেট এসে কোথায় ঘুরব এমন ধারণা থেকে তারা এবার সিলেট আসেনি।
একাধিক হোটেল মালিকরা বলতেছেন, পর্যটক একেবারেই নেই। সবার অবস্থা খুব খারাপ। এমন পরিস্থিতির কারণ জানতে চাইলে তারা বলেন,বন্যা ও দেশের অর্থনৈতিক অবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের কাছে ভুল বার্তা রয়ে গেছে হয়তো, এখনো সিলেট ডুবে আছে। আমরা সাংবাদিকদের মধ্যামে দেশবাসীকে তথ্য দিতে চাচ্ছি, যে সিলেটে বর্তমানে কোন বন্যা নেই, বরং বন্যার পরে এখন আরো সুন্দর রুপে ফিরেছে জাফলংয়ের 0পয়েন্ট, জাফলং চা বাগান,মায়াবি ঝর্না আরো অনেক স্থান। আপনারা আসেন গুরে জান সিলেটের বিভিন্ন ধর্ষনীয় স্থানে।