
— নিংশেষে ধন যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি এমন পরিবারে জন্ম গ্রহণ করেছি আমি গর্বিত আমি মরহুম আলহাজ্ব সামছু মিয়া সন্তান ইউনুস মিয়ার বাতিজা, মরহুম আবুল ফজল এর নাতি হিসাবে গর্বিত। কেন আমাকে আমি গর্বিত মনে করি,
আমার দাদা মরহুম আলহাজ্ব আবুল ফজল দেওড়া দক্ষিণ জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা জমি দাতা নাম জানা নাই মুন্সী বাড়ি। পুকুর দিয়েছেন অজু করা জন্য। আমার বাবা আলহাজ্ব সামছু মিয়া দেওড়া শাহী ঈদগাহ মাঠের প্রথম উদ্যোক্তা।
আমার বাবা আলহাজ্ব সামছু মিয়া দেওড়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জমি দান কারি মুল জমি দান করেছেন মরহুমা তাজমহল লাহি বাদশাহ। আমার চাচা মরহুম ইউনুস মিয়া দেওড়া আর্দশ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্টাতা জমি দান কারি। আমার বাবা দেওড়া দক্ষিণ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সদ্যস। দেওড়া দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসা মুল উদ্যোগতা তিন জন আলহাজ্ব সামছু মিয়া, মুতি মিয়া, আব্দুল হাসিম জমি দান করেছেন ।
হাবিব মিয়ার চাচা রাসেল দাদা চান্দের বাড়ির উনার নাম মনে আসছে না কুতুব দাদার ভাই আমি এমন সুর্য় সন্তান দের ঘরে জন্ম গ্রহণ করেছি তায় আমি গর্বিত। উনাদের মত সুর্য় সন্তান গ্রামে যেন হয় তাহলে গ্রামকে আলোকিত করা সম্ভব।
আমি আমার দাদা ও আমার বাবা আমার চা্চার জন্য গ্রামের সকলের নিকট দোয়া চাইএবং নতুন প্রজন্ম কে ইতিহাস জানতে হবে মানুষ হতে হবে। ইতিহাস না জানলে নিজে দের মধ্যে আগ্রহ আসবেনা। নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ।
সকলকে অনুরুদ্ করব ইতিহাস বিকৃতি কারি কে ক্ষমা করবেন না সে দেশ ও জাতির দুষমন । আমাদে গ্রামে এমন সুর্য় সন্তান যেন জন্ম হয়।
আমি সেই কামনা করি আমাদের গ্রামকে আরো উজ্জ্বল করতে পারে আল্লাহ এমন সুর্য় সন্তান জন্ম হয়। পরিশেষে আমি আমার পরিবারে জন্য সকলের নিকট দোয়া চাই। আল্লাহ যেন আমার বংশের সকল কে জান্নাত দান করেন। আমার কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারন আমি মানুষ ভুল হতে পারে আমার জন্য সকলে দোয়া করবেন ।