
রিপোর্টস সঞ্জিব ভট্রাচার্যঃ উলচাপাড়া হেল্প ফাউন্ডেশন একটি সামজিক ও অরাজনৈতিক সংগঠন, এর পক্ষ থেকে ১১০ কে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
গত ২২ মার্চ -২০২৩ (বুধবার), উলচাপাড়া মুন্সীবাড়ির মাখন কুদ্দুস সেতু সংলগ্ন মাঠে অনুষ্ঠিত, উলচাপাড়া যুব সমাজের পহ্মে, সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে উক্ত ইফতার সামগ্রী প্রদান করা হয়।
উলচাপাড়া হেল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১১০ কে দেওয়া ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানীয় সদস্য- আবিদুল্লাহ, মুন্সী মো: রায়হান মিয়া, রিয়াদ হোসেন, রনি খন্দকার, আনিছুজ্জামান মামুন, বশিরুল হক, কবির হোসেন, হেলাল উদ্দীন সহ সংগঠনের আরো অন্যান্য সদস্য বৃন্দ।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা এ ধরনের সংগঠন যুগ যুগ বেচে থেকে হতদরিদ্রদের সাহায্যেরধারা অব্যাহত রাখবে বলে সাধারণ মানুষের ধারনা।