
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সরাইল মহিলা কলেজ অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য আ’লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী।
বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল সদরের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও প্রভাষক মো. শফিকুর রহমান প্রমুখ।