
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একটি কাঁচা রাস্তার পাঁচশত মিটার সংযোগের ইটের সলিং করার কারণে
কমছে কয়েক শত মানুষের দুর্ভোগ।
সোমবার (২৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, যে রাস্তাটি এতদিন যাবৎ চলাচলের অনউপযোগি ছিল সেই রাস্তাটি বর্তমানে ইটের সলিং করা হচ্ছে।
নোয়াগাঁও-আঁখিতারা সড়কের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ শেখের বাড়ির সামনে থেকে মাহফুজ মিয়ার বাড়ি পর্যন্ত ৫০০ মিটার সংযোগ সড়কে এলজি এসপি প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। ফলে এখানকার কশেকশত মানুষের দুর্ভোগ
অনেকটাই কমে এসেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তাটি দিয়ে একটা সময় চলাচল করা যেতো না। আমাদের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে এলাকার মানুষের সাথে উনার দেয়া কথা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে জানতে চাইলে১,২,৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য নাদিরা বেগম বলেন, আমি নির্বাচনের আগে এলাকার মানুষের সাথে কিছু ওয়াদা করে ছিলাম। সেই ওয়াদার পেক্ষিতে ও
মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয়দের কিছু প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি।
এছাড়াও আমি হাফিজ সাবের বাড়ির বাজারের পশ্চিম পাশে লস্কর পাড়া এলাকায় ৩০০ শত ফুট একটি ড্রেনেজ ব্যবস্থা করে দিয়েছি। যা ওই এলাকার মানুষের অনেক উপকারে আসবে।