
বাদল চন্দ্র দাস, আগরতলা থেকেঃ মুক্তির কণ্ঠ
ওএনজিসি এমপ্লয় ইউনিয়ন ত্রিপুরা শাখার উদ্যোগে বামুটিয়া বিধানসভার দুটি স্থানে দুস্থদের মাঝে ১৩০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বেড়ীমুড়া সাংবাদিক বাদল চন্দ্র দাসের বাসভবনে
কম্বল বিতরণের আয়োজন করা হয়।
অভিনেতা শিশির অধিকার সঞ্চালনায়
বক্তব্য রাখেন, এমপ্লয় ইউনিয়নের সভাপতি নিতাই দেবনাথ, সাধারণ সম্পাদক বীরচন্দ্র দেববর্মা, সাংগঠনিক সম্পাদক নীলরতন সরকার, সমাজসেবী সুভাষ পাল, পঞ্চায়েত সদস্য তপন দত্ত, সমাজসেবী মাধবী দাস ও নীলরতন সরকার উপস্থিত থেকে কম্বলগুলি বিতরণ করেন।
এসময় বক্তারা বলেন, আগামীতে আমরা আরো কিছু করতে চাই। যাতে করে আমাদের এলাকায় কোন মানুষ শীতে কষ্ঠ না করে। পাশাপাশি আমাদের চারপাশে যে অসহায় মানুষ আছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভাল হবে।