
Hand of a businessman shaking hands with a Android robot. The concept of human interaction with artificial intelligence.
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এ হার ৬ ছিল ৯৪ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ ৭ ও নারী ৯ জন। সবচেয়ে বেশি ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে তিন, রাজশাহীতে দুই এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আজ থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন।