
।। কর্মই শক্তি।।
সৈয়দ শাহ্উদ্দীন মকবুল
সৃষ্টি তত্ত্বে বলেনি, ‘মানুষ অসমান।
মানব সৃষ্ট, মানুষের মাঝে ব্যবধান।
কর্মে ও পেশায় যুক্ত করেছে সম্মান,
অতএব, আমরা সবাই হই সাবধান।
কেউ কেউ করে পেশার বাহাদুরী,
কেউ কেউ করে টাকার অহংকারী।
ছোট করে কাউকে দেখার নেই সুযোগ,
যে কারণে রাষ্ট্রে, সমাজে বেড়েছে দুর্ভোগ।
কেউ যেওনা, তোমরা একেবারে ভূলে,
কাজকর্ম করে যাই মোরা সমান তালে।
কর্মযজ্ঞে কর্মব্যস্ত সময় কাটে কর্মকালে,
প্রতিষ্ঠানকে বাঁচাই আমরা সবাই মিলে।
কেউ চাকরি, কেউবা করে ব্যবসা,
কেউ ক্ষেতমজুর, কেউ চালায় রিকশা।
কেউবা অফিসের পিয়ন, কেউ নিরাপত্তা কর্মী,
অফিসের বড়কর্তা হলেও তিনিও মোদের সহকর্মী।
হোক না পেশায় ও কর্মে কেউ ছোট-বড়,
যার যার যোগ্যতায় ও পরিচয়ে সবাই বড়ো।
কাউকে ছোট বড় করে দেখার নেই অবকাশ,
আত্মাহুতি দিয়ে করে যাই নিজের প্রকাশ।
কাজকর্ম করে মানুষ যেটুকু পায়,
সে মাইনের টাকায় সংসার চালায়।
ছোট বড় কর্মে কী আসে যায়,
কর্মেই প্রতিটি মানুষ তাঁর সম্মান বাঁচায়।
কর্মে কেউ হয় না ছোট-বড়,
দায়িত্বের দ্বারা শুধু তাঁর পরিচয়।
ধর্মেও কেউ হয় না বড়সড়।
সৎকর্মই হোক মোদের জীবন ব্রত।