মার্চ ২৮, ২০২৩

কষ্টের পরিমাপ, সৈয়দ শাহ্উদ্দীন মকবুল, মুক্তির কণ্ঠ

।। কষ্টের পরিমাপ ।।
সৈয়দ শাহ্উদ্দীন মকবুল। মুক্তির কণ্ঠ

কষ্ট যদি মাপা যেতো,
ওজনে ভারী বেশি হতো।
কষ্টের কাছে কেউ মানছে না হার,
দিন দিন বাড়ছে কষ্টের ভার।

কষ্টের দহন ক্ষমতা কতো,
বুঝতে পারে, কষ্টে যদি পড়ে কেহ।
সুখীজনে বুঝবে কিসে,
দুঃখির কষ্ট যে দুঃসহ।

কষ্টে বুকটা ভারী হয় যত,
মন ততোটাই হয় ক্ষত-বিক্ষত।
কষ্টের ভার নেয় না যেকেহ,
এর দায়ভার বয় নিজেরই দেহ।

কষ্টের কথা কাউকে যায় না বলা,
এ কেবল বাড়ায় অসহ জ্বালা!
কষ্টে কথা বলতে গেলে,
না শোনেই দূরে যায় চলে।

তাই কষ্টের কথা আজ অচল,
আলেয়ার পেছনে ছুটছে সকল।
দুঃখের সাথে সুখের পরস্পর বিরোধ,
এই নিয়ে চলছে সারাবিশ্বে মতবিরোধ।

কষ্টের বোঝা তাই করি বুকে ধারন,
এতেও যদি হয় মরণ।
কারোর কাছে করিনা মাথানিচু,
চলতে হবে তাই মাথা উঁচু।

কষ্টের নেই কোনো পরিমাপক,
বিশ্বমহামহিম এর প্রধান নিয়ন্ত্রক।
সুখীজনের নিকট চাই না আশ্বস্ত,
দুঃখই যে আমার পরম বিশ্বস্ত।