
কসবা প্রতিনিধি- মুক্তির কন্ঠ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দুই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান।
৫ মার্চ ২০২৩ ( রবিবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি তিনি এ উপজেলায় যোগদান করেন। মতবিনিময় সভায় সরকারের উন্নয়নমুলক ভিশন বাস্তবায়নে নিয়ে সাংবাদিক নেতৃবৃেন্দর সাথে প্রাণখোলা আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাও সরকারের উন্নয়ন ও সকল সেবা যেন প্রান্তিক জনগনসহ সকলের নিকট পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কসবা টিভির চেয়ারম্যান খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলেমান খান, সাবেক সভাপতি আবদুল হান্নান, কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট বীমা ব্যাক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জহিরুল ইসলাম জালাল মুহরী,
কসবা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ শাহ আলম চৌধুরী,প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সোহরাফ হোসেন, ইনকিলাবের সাংবাদিক শেখ কামাল উদ্দিন, সাংবাদিক জামশেদ মিয়া, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক এস এম নাছির উদ্দিন খান,সাংবাদিক আফরোজা রশীদ ঢালী,সাংবাদিক ফারজানা রশীদ ঢালী, সাংবাদিক জুলেখা আক্তার,সাংবাদিক আকলিমা রশিদ ঢালী।
পরিশেষে কসবা উপজেলার নবাগত ইউএনও মো: আমিমুল এহসান খানকে কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানান স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।