
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় কালন্দি খালের উপর অবৈধ ভাবে নির্মিত মার্কেট , দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকালে পৌরসভার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) প্রশান্ত কুমার সহ আরো দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ কার্যক্রম চলছে। কাজ করছেন ১০০ জন শ্রমিক, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ভেকু দিয়ে ও শ্রমিক লাগিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।
এর আগে আখাউড়া পৌরসভার সড়কবাজার কালন্দি খালের সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৩৪ টি বিভিন্ন স্থাপনা ও ভবন উচ্ছেদ করার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। অবৈধ দখল থেকে খালটি উদ্ধার করার জন্য কিছু দিন আগে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন।
এবিষয়ে আখাউড়া থানার নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আখাউড়া সড়ক বাজার এলাকায় সরকারের এক ইঞ্চি খাস জমিও ছাড় দেওয়া হবে না, অবৈধ দখল থেকে সরকারের সব জমি উদ্ধার করা হবে।