
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
‘ খাঁচা করে নেতাদের মাছ দিয়েছে, চাটুকারিতা করেছে, ফেসবুকে গুণকীর্তন করে পোষ্ট দিয়েছে তাদের ইউনিয়ন কমিটিতে পদ দিয়েছে, সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির পদ বঞ্চিত নেতারা।
রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল বাজারের সিএনজি স্টেশন সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে অরুয়াইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে
সংবাদ সম্মেলন করেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। তাঁরা সদ্য গঠিত ইউনিয়ন কমিটিকে গঠনতন্ত্র বহির্ভূত ও পকেট কমিটি বলে দাবী করেন।
অরুয়াইল ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি কেফায়েত উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী গাজী নোয়াব মিয়া, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির ৩শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
পদবঞ্ছিত নেতাকর্মীদের দাবী অবিলম্বে একতরফা পকেট কমিটি বাতিল করে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতে হবে। অন্যথায় ইউনিয়নে কঠোর আনন্দোলন গড়ে তোলা হবে।
নবগঠিত অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল হক মাজহার বলেন, সংবাদ সম্মেলন করে বক্তব্যরা যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যোগ্য ও ত্যাগীদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করেছে জেলা ও উপজেলার নেতারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজহারুল হক মাজহারকে সভাপতি এবং এনামুল হক এনামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।