
।।খুঁটিবিহীন মানুষ।।
কবি, সৈয়দ শাহ্উদ্দীন মকবুল।
ভোর সকালে ঘুম ভেঙে যায়,
কৃষক মাঠের পানে ছুটে,
সন্ধ্যা হলে বাড়ি ফিরে আয়,
দিনশেষে খাবার খান যখন যেটুকু জুটে।
হালের বলদ দুটো দিয়ে,
অন্যের জমি চাষবাস করে।
নিজের কোন জমি নেই,
দুঃখের মাঝেই বসবাস করে।
অক্লান্ত পরিশ্রম করে সারাবেলা,
কষ্ট নিয়ে গায়ের ঘাম ঝরান।
সন্তান সন্ততির অন্নের সংস্থানে,
দুশ্চিন্তার হয়নি আজো অবসান।
সোনালী ফসল ঘরে উঠবে কখন,
প্রতীক্ষার দিন সে গুনে।
সন্তানের মুখে হাসি ফোটাতে,
সারাবছর তাঁর সংসার চলবে কেমনে।
ভালো ফলনের আশায় করে জমি চাষ,
পরিনামে ভাগ্যে কী আছে।
কখনো ভালো ফলন না পেলে,
সংসারে দুঃখের ছায়া নেমে আসে।
দুঃখীর দুঃখ হয়না কখনো দূর,
কেউ দেখে না তাঁদের স্বার্থ।
পায়না কোথাও মাথা গোঁজার ঠাঁই
এ জীবন যেনো তার মিছে।