
সৈয়দ শামীম গোয়াইনঘাট (সিলেট) থেকে, মুক্তির কণ্ঠ
সিলেট জেলার গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ২নং পশ্চিম জাফলং, ১১ নং মধ্য জাফলং ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নসহ ৪টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের পর চার ইউনিয়নের নৌকার প্রার্থী ঘোষণা করেছেন।
তাদের মধ্যে প্রার্থী হলেন যারা – ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আব্দুছ সালাম, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে রফিকুল ইসলাম, ১১ নং মধ্য জাফলং ইউনিয়নে ফারুক আহমদ ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের সুভাষ চন্দ্র পাল ছানা।
এদিকে উপজেলার এ ৪ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় এসব প্রার্থীদের স্বপক্ষে মিছিল করেছেন তাদের কর্মী সমর্থকরা। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে চলছে প্রচার-প্রচারনা এসব মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতেছেন অনেকেই।