
চল অমৃতলোকে
***************
লেখক— এড. জিয়াউল হক মৃধা
***************-
আমার আমিকে বলি–
জীবনটাকে সাজিয়ে রাখ
ফুলদানীতে রাখা
থরে-থরে বিন্যস্ত তাজাফুলের মত
গন্ধে মৌ মৌ করুক
তোমার চারপাশ।
দুরথেকে
নেপথ্যে
কখন আসবে ডাক
চলযাই অমৃতলোকে
খুলে ফেল পার্থিব খোলস।
নির্ভয়ে বলতে যেনপারি
সদা প্রস্তুত আমি-
শক্তকরে ধরেহাত
যেথাইচ্ছা নিয়েচল মোরে
হেমোর জগৎস্বামী।