
আগামী ২৫ মার্চ -২০২৩ (শনিবার) চেতনায় শাহবাজপুর একটি সামজিক সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন’র প্রথম প্রতিস্টা বার্ষিকী। যা এক বছর পুর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের ঐতিহ্যবাহি শাহবাজপুর ইউনিয়নের একঝাঁক মেধাবী ও উদ্যোমি তুরুন তরুনির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিস্টিত হয়।
‘চেতনায় শাহবাজপুর ‘ বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এক বছরে পদার্পন করতে যাচ্ছে। যেহেতু উক্ত সংগঠনের অধিকাংশ সদস্য জীবিকার প্রয়োজনে শাহবাজপুরের বাহিরে অবস্থান করছেন এবং পবিত্র রমজান মাস আসন্ন সেহেতু প্রতিষ্টা বার্ষিকীতে কোন প্রকারের কর্মসূচি রাখা সম্ভব হচ্ছে না।
শুধুমাত্র প্রতিষ্টা বার্ষিকীর রাত ১০ টায় চেতনায় শাহবাজপুর নামক ম্যাসেঞ্জার গ্রুপে ভার্চুয়ালী মিটিং করে শুভেচ্ছা বিনিময় সহ আগামী দিনে সংগঠনের পথচলা নিয়ে আলোচনা কল্পে সকলের পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
সেই সাথে চেতনায় শাহবাজপুর সংগঠনের পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মুহাম্মদ রফিকুল হাসান (সোহাগ),
সভাপতিঃ
ও
শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ (জামাল) সাধারণ সম্পাদকঃ
চেতনায় শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া //