
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এ্যালমনাই এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাঠাঁল তলায় প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিতে মো. নাজিম উদ্দিন ভাসানীকে আহবায়ক ও মো. লুৎফর রহমানকে সদস্য সচিব মনোনীন করে ৮৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কেন্দ্রীয় যুবলীগ সদস্য নাজিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও লুৎফর রহমান কুমিল্লার সন্তান।
দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন নব গঠিত কমিঠির আহবায়ক ও সদস্য সচিব।