
সৈয়দ মো. শামীম জৈন্তা,গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ
সিলেটের পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে মামার দোকান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্বাদ এন্ড কোং’শাখা বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের মামার বাজারে আনুষ্ঠানিকভাবে স্বাদ এন্ড কোং কম্পানির শাখা শুভ উদ্বোধন করেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সভাপতি সামসুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, তামাবীল’র বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আব্দুল আলীম, মামার বাজার ব্যাবসায়ী সমিতি শাখার সম্পাদক, স্বাদ এন্ড কোং শাখার পরিচালক এডভোকেট মুসায়েদ আল মামুন তার ছোট প্রোপাটর আব্দুল্লাহ আল মামুন।
ক্রেতারা বলেন, এত দিন জাফলং মামার দোকানে যেসব ফাষ্ট ফুড পাওয়া যেত না।এবার আমরা মামার দোকান মতিন মার্কেট “স্বাদ”এন্ড কোনং শাখার মধ্যমে আমরা সকল ফাষ্ট ফুড খাবার পেয়ে জাব। এমন শাখা প্রশাখা আরো ঘড়ে উঠুক এবং ভালোভাবে পথ চলার জন্য শুভ কামনা রইলো।